বিএনপি ক্ষমতায় গেলে মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পায়: খন্দকার মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৫, ৬:২৬:২২ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে, তখনই দেশের মানুষের সার্বিক উন্নয়ন হয়েছে। জনগণের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্তরিকভাবে কাজ করেছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পায়, গণতন্ত্র শক্তিশালী হয় এবং উন্নয়ন দেশের প্রতিটি ঘরে পৌঁছে যায়। বিএনপি সবসময় জনগণের কল্যাণ, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার দুপুরে নগরীর ভাতালিয়াস্থ সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর কার্যালয়ে সিলেট জেলা যুবদলের উদ্যোগে সিলেট সদর উপজেলা যুবদল ও তৃণমূল ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় পৌঁছানোর লক্ষ্যে যুবদলের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা তৃণমূল পর্যায়ে গিয়ে জনগণকে সংগঠিত করছে, বিএনপির নীতিমালা ও ৩১ দফা কর্মসূচি মানুষের মাঝে তুলে ধরছে।
সিলেট জেলা যুবদলের সহসভাপতি ও সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাসনাত এবং সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আইনূল হক এর যৌথ পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজীব, সিলেট বিএনপির সহ সভাপতি শহিদ আহমদ।
বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বখত চৌধুরী সোয়েব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা বিএনপি নেতা আইয়ুব আলী সজিব, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির মাসুক।
উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি আব্দুস সালাম লয়লু, যুগ্ম সাধারণ সম্পাদক কামরান হোসেন হেলাল, ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, কোষাধ্যক্ষ লিটন আহমদ, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, সহ দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, ফয়জুল ইসলাম, যুবদল নেতা জাহেদ আহমদ, লায়েক আহমদ, ছালেক আহমদ খালেদ, কামাল আহমদ, মঈন উদ্দিন, জামাল আহমদ, শাহজাহান আহমদ জুয়েল, আব্দুস সালাম, এনাম আহমদ শীপন, তারেক আহমদ, আঙ্গুর আলম, আব্দুল আহাদ রানা, সিদ্দিকুর রহমান রুহেল, আব্দুল সালাম, কামরুল ইসলাম জনি, তারেক আহমদ, আব্দুল হামিদ, আজির উদ্দিন, সারওয়ার আহমদ ও আলিমুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি





