পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবীতে জাগপার মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৫, ৬:২৭:২৫ অপরাহ্ন
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবীতে এক মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার বিকালে সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটনের সভাপতিত্বে ও জাগপার কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর জাগপার সহ সভাপতি পিয়ার হোসেন, জাগপা নেতা আজিজুর রহমান আজিজ, যুব জাগপা নেতা আব্দুল্লাহ আল মামুন ও জুনেদ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি







