শান্তিগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে প্রচারাভিযান
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৫, ৭:১৪:০৩ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যচাষী ও মৎস্যজীবী সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
‘জলবায়ু সহনশীল মাছ চাষে, জীবন জীবিকায় সমৃদ্ধি আসে’- এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১০টায় র্যালি পরবর্তী উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এফএও ফিল্ড কো-অর্ডিনেটর ড. শফি উল্লাহ এবং সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাগলা মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, এফএও ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট জিয়াউল হক, প্রজেক্ট সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট ফারজানা আক্তার, জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল-আমিন এবং উপজেলা কার্প হ্যাচারী কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন মৎস্যচাষী, মৎস্যজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও সহনশীলতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটিকা, গান, ছবি অঙ্কনসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তি





