৫ দফা দাবিতে মৌলভীবাজারে জামায়াতের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫, ৭:২৩:২৯ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: পিআর পদ্ধতি নির্বাচনসহ ৫ দফা দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।
বুধবার দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা জামায়াতের আমীর প্রকৌশলী মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর পরিচালনায় বক্তব্য দেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আব্দুর রব, সাবেক জেলা সেক্রেটারী আব্দুস সুবহান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন শাহ, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, পৌরসভা সেক্রেটারি মোরশেদ আলম চৌধুরী, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীনসহ অনেকে।







