পিআর পদ্ধতি নির্বাচনের দাবীতে ইসলামী আন্দোলনের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫, ৭:৫১:০৩ অপরাহ্ন

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে মঙ্গলবার নগরীর সিটি পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও মহানগর সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খানের পরিচালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য নজির আহমদ, ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, সহ সভাপতি মাওলানা আমির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি ফজলুল হক, মহানগর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি সাব্বির আমার তপু, জেলা ছাত্র আন্দোলন সভাপতি মাওলানা আলবাবুল হক চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল করিম, ইসহাক আহমদ, জাতীয় উলাম আইম্মা পরিষদ মহানগর জয়েন্ট সেক্রেটারী সিরাজ উদ্দিন আনসারী, জাতীয় শিক্ষক ফোরাম সেক্রেটারী প্রভাষক বুরহান উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি







