৫ দফা দাবিতে নেজামে ইসলাম পার্টির স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫, ৮:১৮:২৭ অপরাহ্ন

সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারিসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগরের নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন স্থানীয় সরকার সিলেট জেলার উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও সিলেট মহানগরের আমীর মাওলানা মুজাম্মিল হক তালুকদার, সিলেট মহানগরের উপদেষ্টা মাওলানা আবু ইউসূফ চৌধুরী, সেক্রেটারি জুবায়ের আহমদ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুজ্জামান, অর্থ সম্পাদক মাওলানা আবুল খায়ের, দপ্তর সম্পাদক হাফিজ মৌলানা শাহেল আহমদ প্রমুখ।
৫ দফা দাবি হলো- আগামী ফেব্রæয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা। সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের শিক্ষক নিয়োগের পরিবর্তে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। শাপলা হত্যাকান্ডসহ ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। বিজ্ঞপ্তি







