জামালগঞ্জে নারীদের হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫, ৮:২০:২৯ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে প্রান্তিক খামারিদের গ্রামীণ জীবনমান উন্নয়নে বুধবার দিনব্যাপী নারীদের হাঁস পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক জামালগঞ্জ শাখা অফিসের আয়োজনে উপজেলা ব্র্যাক কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ব্র্যাকের বিভিন্ন কর্মসূচীর সুফলভোগী ২৫ জন নারী সদস্যা অংশগ্রহণ করেন।
ব্র্যাক এরিয়া ম্যানেজার মো: মামুনুর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক’র সিলেট ডিভিশনার ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভ্যাটিনারী সার্জন শামছুল হক, সুনামগঞ্জ রিজিউনাল ম্যানেজার শাহরিয়ার কবির আলিফ, সুনামগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মো: শাহ আলম, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও ব্র্যাক জামালগঞ্জ শাখা ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস। বক্তারা সবাইকে আয়বর্ধক কাজ করার আহবান জানিয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে হাঁসের বাচ্চা তুলে দেন।







