দ্রুত শাকসু নির্বাচন চায় ছাত্রশিবির
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫, ৯:৩৯:৩৮ অপরাহ্ন
শিক্ষার্থীদের কল্যাণে ১০ দফা দাবি

স্টাফ রিপোর্টার : দ্রুত রোডম্যাপ ঘোষণাসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির বিশ^বিদ্যালয় শাখা। গতকাল বুধবার (১৫ আক্টোবর) দুপুর ১টায় ইউনিভার্সিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, দ্রæত শাকসু বাস্তবায়ন, পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, খেলাধুলার সুযোগ সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়নে দূর্নীতি প্রতিরোধসহ বেশ কিছু বিষয় তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে শাবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারী মাসুদ রানা তুহিন বলেন, শাকসু শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার বৈধ প্লাটফর্ম। দ্রæততম সময়ের মধ্যে শাকসু পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। তার আগ পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভাতার ব্যবস্থা করতে হবে। হলে পুরনো দিনের মতো দখলদারিত্বের কালচার ফিরিয়ে আনা যাবে না।
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মাসুদ রানা তুহিন বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কোনোভাবেই দূর্নীতির আশ্রয় নেওয়া যাবে না। ইউনিভার্সিটি সেন্টারের মতো ভবন যেন আর বিশ্ববিদ্যালয়ে না হয়। পাশাপাশি তিনি সেন্ট্রাল ফিল্ড সংস্কার করে সারাবছর খেলার উপযোগী করা ও জিমনেসিয়ামের সময়সীমা শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী ঠিক করার দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশ রক্ষায় প্রসাশনকে স্বচ্ছতার সাথে কাজ করার আহবান জানিয়ে শাবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারী বলেন, বিগত স্বৈরাচার আমলের কেউ যেন অপরাধ করে পার না পায় এবং নিরপরাধ কেউ শাস্তি না পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ক্যাম্পাসে ব্যানার নিয়ে কর্মসূচি নিষিদ্ধ থাকলেও ছাত্রশিবির ছাত্রকল্যাণমূলক কাজ অব্যাহত রেখেছে। প্রশাসনের সাথে মতবিনিময় সভায় আমরা বলেছি, ছাত্ররাজনীতির একটি মডেল নির্ধারণ করতে হবে। যেখানে পুরনো দিনের মতো হানাহানি, টেন্ডারবাজি ও দখলদারিত্বের কোনো রাজনীতি থাকবে না।
শিবিরের দাবিসমূহ হচ্ছে, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, গবেষণার পরিবেশ ও সুযোগ বৃদ্ধি, সহাবস্থানমূলক ও সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা, ছাত্রীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা, খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার সুযোগ সুবিধা নিশ্চিত করা, প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা, শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় গঠন, অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ, নিরাপরাধ ছাত্রদের বহিষ্কার প্রত্যাহার ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রশিবিরের অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মুহসিনুর রহমান, এইচআরডি সম্পাদক শাকিল মাহমুদ ও সাহিত্য সম্পাদক আসিফুর রহমান প্রমুখ।







