সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্য : সিলেটে আশা’র স্থিতি ১ হাজার ৫৫ কোটি টাকা
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫, ১০:০০:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। বুধবার সকালে চৌকিদেখিস্থ আশার নিজস্ব ভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জানানো হয়, মূলত আশার তিনটি কর্মসূচী প্রধান ও মূখ্য। এগুলো হলো, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কর্মসূচী, সামাজিক কর্মসূচী এবং ফরেন রেমিটেন্স কর্মসূচী। কর্মসূচিগুলোর মূল লক্ষ্য হচ্ছে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠির জীবনমানের উন্নয়ন এবং অর্থনৈতিক মুক্তি। আশার প্রাতিষ্ঠানিক কর্মপ্রয়াস চার দশকের বেশী সময় ধরে চলছে।
আশা বিশ্বের শীর্ষ আত্মনির্ভর ও স্ব-অর্থায়িত ক্ষুদ্রঋণ সেবাদানকারী প্রতিষ্ঠান উল্লেখ করে মতবিনিময় সভায় জানানো হয়, আশা ঋণ কর্মসূচীর আওতায় সিলেট বিভাগে উপকারভোগীর সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার। বিভাগে আশার স্থিতির পরিমাণ ১ হাজার ৫৫ কোটি টাকা।
সিলেট বিভাগে সিআরএস কর্মসূচীর আওতায় আশা এ বছর ২২ হাজার ২৪১ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষা সেবা, ৪৭ হাজার ৮১৫ জনকে স্বাস্থ্যসেবা, ১৭ হাজার ৭৫৯ জনকে ফিজিওথেরাপী সেবা, ১২শ’ জনকে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবা প্রদান তরা হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশার জুনিয়র এসিসট্যান্ট ডিরেক্টর (প্রোগ্রাম) মো. বাহারুল ইসলাম ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন আশা সিলেট ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক। মতবিনিময় সভায় সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।





