জুড়ীতে এইচএসসিতে পাসের হার ৫০ ও আলিমে ৭০.২৭ ভাগ
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৬:২১:৩৩ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০ ভাগ। এ প্লাস ৭টি ও আলিম পরীক্ষায় পাসের হার ৭০.২৭ ভাগ। এ প্লাস ২টি। বৃহস্পতিবার ঘোষিত ফলাফল অনুযায়ী এইচএসসি পরীক্ষায় জুড়ী কেন্দ্রে ৪ টি কলেজের ৮৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ৪৩০ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৫০ ভাগ। এ প্লাস রয়েছে ৭টি।
শিলুয়া স্কুল এন্ড কলেজের ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৮৯.৩৬। হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের ১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯২ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৬৫.৭১। এ প্লাস রয়েছে ২টি। জুড়ী টি এন খানম সরকারী কলেজের ৫১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩১ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৪৪.৫১। এ প্লাস রয়েছে ৫টি এবং হযরত শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৪২.২১।
অপরদিকে আলিম পরীক্ষায় নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৭৯.৩১। এ প্লাস রয়েছে ১টি। সাগরনাল সিনিয়র মাদরাসার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৬৭.৮৬। এ প্লাস রয়েছে ১টি এবং হযরত শাহ খাকী (রঃ) ইসলামিয়া আলিম মাদরাসার ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৫৮.৮২।







