জুড়ীতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৬:২৯:০১ অপরাহ্ন

Oplus_131072
জুড়ী প্রতিনিধি: বিভিন্ন দাবী আদায় এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুরে জুড়ী এম এ মুমিত আসুক চত্ত¡রে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলীর সভাপতিত্বে ও কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সাইফ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল লিয়াকত আলী খান, হযরত শাহ খাকী (রঃ) ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল ইয়াকুব আলী, শিলুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাজুর রহমান, ফুলতলা বশির উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক ঝুলন রানী, গৌছ উদ্দিন, সবুজ মিয়া প্রমুখ।







