বড়লেখায় এইচএসসিতে পাশের হার ৩৩
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৭:০১:৩০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটেছে। এইচএসসিতে সিলেট শিক্ষাবোর্ডের শতকরা পাশের হার ৫১.৮৬ ভাগ হলেও বড়লেখায় গড় পাশের হার মাত্র ৩৩.০৭ ভাগ।
উপজেলার ছয়টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ জন শিক্ষার্থী। এরা হচ্ছে- বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ৪ জন, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের ৩ জন ও দাসেরবাজার আদর্শ কলেজের ১ জন পরীক্ষার্থী।
এদিকে, আলিম পরীক্ষায় ছয়টি উপজেলার মাদ্রাসা থেকে ১৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৩৫ জন। ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা থেকে মাত্র ১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের গড় পাশের হার ৭৫.৬১ ভাগ হলেও বড়লেখা উপজেলার ছয়টি মাদ্রাসার আলিম পরীক্ষার গড় পাশের হার ৭০.৬৮ ভাগ।







