সুনামগঞ্জে মহিলাদলের মিছিল সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৭:০২:৫৫ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে সুনামগঞ্জ মহিলা দলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ সদর, পৌরসভা ও বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আহবায়ক কমিটির সদস্য অ্যাড. শেরেনুর আলী, আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সাহানা আলম, যুগ্ম সম্পাদক রুমি বেগম, যুগ্ম সম্পাদক রুনা আক্তার, সাংগঠনিক সম্পাদক খাদিজা কলি, প্রচার সম্পাদক মনিরা আক্তার লিজা, মানবাধিকার সম্পাদক সুলতানা আহমদ মনি, সদর উপজেলা সভাপতি আফসানা রহমান এলসি, পৌর মহিলা দলের সভাপতি সাবরিনা জেনি, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মার্জিয়া বেগম, বিশ্বম্ভরপুর উপজেলা নেত্রী নাজমা আক্তার, রহিমা বেগম ও সুফিয়া আক্তার।







