পাসের হারে সেরা জেসিপিএসসি
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৭:৩৪:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। প্রতিষ্ঠানটি থেকে ৫০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৯৫ জন কৃতকার্য হয়েছে। পাসের হারে সিলেট বোর্ডে প্রথম দিকে রয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে ২৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৮৩জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এর মধ্যে ১১৭জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসা শিক্ষা শাখা থেকে ১২৩জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১২২ জনই কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। মানিবক শাখা থেকে ৯০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৭জন শিক্ষার্থী। বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা মিলে মোট জিপিএ ৫ পেয়েছে ১৪ জন শিক্ষার্থী। শতকরা পাসের হার ৯৯ শতাংশ।
কলেজের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, এবার সারাদেশের পাসের হার কমেছে। সেই জায়গায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ত’লনামূলকভাবে অনেক ভালো করেছে। কলেজের শতকরা পাপসের হার ৯৯%। সাফল্যের ধারা অব্যাহত রাখায় জেসিপিএসসির অধ্যক্ষ লে. কর্ণেল মাইমনুল করিম চৌধুরী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।







