জিপিএ ৫ এ চমক এমসি কলেজের
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৭:৩২:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সারা দেশে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের মুখেও সাফল্য দেখিয়েছে সিলেটের ঐতিহ্যবাহী সরকারি মুরারী চাঁদ (এমসি) কলেজ। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ এ চমক দেখিয়েছে কলেজটি। গতকাল বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে এমসি কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিল ৩২১ জন। ৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। মোট ৩১৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩১৪জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। তন্মেধ্যে ২৬৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বাকি ৫১জন শিক্ষার্থী জিপিএ ৪ পেয়ে উত্তীর্ণ হয়েছে। শতকরা পাসের হার ৯৮.৪৩ শতাংশ। সিলেট বোর্ডে বেশি সংখ্যক জিপিএ ৫ পেয়েছে এমসি কলেজ। এবার শতকরা পাসের হার ও জিপিএ ৫ কমলেও শিক্ষার্থীদের উচ্ছ¡াসের কমতি ছিল না। ফলাফল প্রকাশিত হওয়ার পর আনন্দে মেতে ওঠে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা।
তথ্য মতে, এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০২ জন। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে দেশে সিলেট বোর্ড সর্বনিম্ন।







