ওমানে নিখোঁজ শাহিনের সন্ধান চেয়ে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৮:৪০:১৫ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি : জীবন জীবিকার তাগিদে ওমানে গিয়ে নিখোঁজ হওয়া ওমান প্রবাসী শাহিন আহমদের সন্ধান কামনায় গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের উদ্যোগে দোয়া মাহফিল ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান এম এ রহিমের সভাপতিত্বে ও সিলেট জেলা ওলামাদলের সদস্যসচিব কামাল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি নুরুল ইসলাম বৌলগামী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট মডেল মসজিদের খতিব আমিনুর রশিদ, ইমাম আব্দুল খালিক, সহকারি ইমাম মাওলানা আনোয়ার হোসেন, জাতুগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম, গোয়াইনঘাট হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল মতিন। উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারী কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব। মুনাজাত পরিচালনা করেন মাওলানা আমিনুর রশিদ। পরে নিখোঁজ শাহিনের পিতার হাতে ট্রাস্টের অনুদান তুলে দেন অতিথিরা।







