মোগলাবাজার থানায় জিনিয়া অ্যাপ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৮:৫২:৩৫ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, জনগণের মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান, চিকিৎসা, এরপর জনগণের নিরাপত্তার বিষয়। উন্নত সমাজ ব্যবস্থায় এগিয়ে নিতে হলে প্রতিটি নাগরিককে নিরাপত্তার বিষয়ে জোর দিতে হবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন খালোমুখ নৈখাইস্ত একটি কমিউনিটি সেন্টারে মোগলাবাজার থানায় প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা ভিত্তিক অ্যাপ ‘জিনিয়া’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় তিনি বলেন, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই জিনিয়া অ্যাপ চালু করা হয়েছে। এখন থেকে জনগণকে পুলিশের পেছনে দৌঁড়াতে হবে না, বরং পুলিশই জনগণের কাছে পৌঁছে যাবে। এক ক্লিকেই নাগরিকেরা সেবা পাবেন। তিনি বলেন, জিনিয়া অ্যাপে মাত্র একটি বাটনে চাপ দিলে একটি ইনসিডেন্ট তৈরি হবে, এরপরই একজন অফিসার নিয়োগ দেওয়া হবে। অফিসার ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারী মেসেজ পাবেন এবং অ্যাপে দেখতে পারবেন যে অফিসার তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছানোর পরও তা অ্যাপে দৃশ্যমান থাকবে। ঘটনা সমাধান শেষে মামলা হবে মেসেজ প্রদান করা হবে।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ইউনুস আলী। গীত পাঠ করেন পিএস আই সাগর।







