নিম্নমুখী ধারায়ও সরকারি মহিলা কলেজের চমকপ্রদ ফল
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৯:০৪:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: বিগত দিনের মতো এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যহত রেখেছে সিলেট সরকারি মহিলা কলেজ। সিলেট শিক্ষাবোর্ডে এবার নিম্বমুখী ধারায়ও তারা চমকপ্রদ ফলাফল করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশ করা হয়। এবার তাদের পাশের হার ৯৭ দশমিক ৭ শতাংশ।
দুপুরে ফল প্রকাশ হলেও এতে ছিল না কোনো উৎসবের আমেজ। শিক্ষার্থী না থাকায় কোনো আনুষ্ঠানিক আয়োজন ও ঘোষণা ছাড়া শুধু ফল প্রকাশ করা হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ভুবনজয় আচার্য্য বলেন ফল প্রকাশের সেই উৎসবমুখর সময় এখন হারিয়ে গিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে আগের সেই উচ্ছাস নেই। ঘরে বসেই অনলাইনে তারা ফলাফল পেয়ে যাচ্ছে। তবে প্রতিষ্ঠানে এসে ফলাফল জানার যে আনন্দ তা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এদিন এখানে এসে তারা পারস্পরিক দেখা সাক্ষাৎ করবে, আনন্দ ভাগাভাগি করবে, শিক্ষক-শিক্ষার্থীদের মিলন ঘটবে, এটাই হওয়া উচিত ছিল। এটি একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে সুন্দর একটি স্মৃতি। আমাদের শিক্ষার্থীরা দিন দিন কেমন যেন অনুভূতি শূণ্য হয়ে যাচ্ছে। এতে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের বন্ধন অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। আমাদের আবারও সেই অনুভূতি জাগ্রত করতে হবে। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে। এক্ষেত্রে শিক্ষক ও পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি।
কলেজের সার্বিক সাফল্যে তিনি বলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার সম্মিলিত প্রয়াসে এটি সম্ভব হয়েছে। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কলেজ সূত্রে জানা গেছে এবছর সিলেট সরকারি মহিলা কলেজ থেকে ৭৮৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৭৬১ জন। ৪ জন পরীক্ষায় অংশ নেয়নি। জিপিএ-৫ পেয়েছে ২৮৩ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৩৯৯ জন ছাত্রী অংশ নিয়ে পাশ করেছে ৩৯৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫৩ জন। মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছিল ৩৯০ জন ছাত্রী। এরমধ্যে পাশ করেছে ৩৬৮ জন। জিপিএ-৫ এসেছে ৩০টি।





