আলিমে পাঠানটুলায় জামেয়ার মাদ্রাসার সাফল্য অব্যাহত
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৯:২৫:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : এবারের আলিম পরীক্ষায় নগরীর ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা থেকে ১৫৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় অংশ নেন ১৬৯ জন পরীক্ষার্থী। পাশের হার ৯২.৯০% । উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫.০০ অর্থাৎ এ প্লাস পেয়েছে ২৫ জন। এছাড়া ৭৭ জন জিপিএ-৪.০০ (এ), ২৪ জন জিপিএ-৩.৫০ (এ মাইনাস), ২১ জন জিপিএ-৩.০০ (বি) ও ১০ জন জিপিএ-২.০০ (সি) পেয়েছে।জিপিএ ৫ প্রাপ্ত ২৪ জনের মধ্যে সাধারণ বিভাগের ১৪ জন এবং বিজ্ঞান বিভারে ১১ জন রয়েছেন। এছাড়া জিপিএ-৫.০০ প্রাপ্তদের মধ্যে ১৬ জন ছাত্র ও ৯ জন ছাত্রী।
উল্লেখ্য- গত বছর ২০২৪ সালের আলিম পরীক্ষায় ১৫২ জন শিক্ষার্থী পরীক্ষা নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছিল। পাশের হার ছিল শতভাগ। এর মধ্যে জিপিএ-৫.০০ পেয়েছিল ৪৭ জন। গতবারের তুলনায় এবার পাশের হার ও জিপিএ-৫.০০ দুটোই কমেছে।
এবারের ফলাফলের ব্যাপারে মাদরাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, অতীতের ন্যায় শাহজালালা জামেয়া কামিল মাদ্রাসা কৃতিত্বের ধারাবাহিকতা রক্ষা করেছে। এরপরও এই ফলাফল নিয়ে আমাদের আরো আত্মপর্যালোচনার প্রয়োজন রয়েছে। ভবিষ্যতের জন্য আরো সচেতন, আন্তরিক হতে হবে এবং সতর্কতামূলক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে জামেয়ার সম্মানিত অভিভাবকবৃন্দ, সুধী, শুভাকাংখীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।







