ভিন্নমতের মধ্যেই আজ জুলাই সনদ স্বাক্ষর!
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৯:৫৪:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নাটকীয়তার চুড়ান্ত মঞ্চায়নের পর অবশেষে আজ শুক্রবার স্বাক্ষর হতে যাচ্ছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনূসও সনদ স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সনদ নিয়ে জটিলতা কাটাতে বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সব দল নিজের আগের অবস্থান বজায় রেখেই সনদে স্বাক্ষর করতে রাজি হয়। জুলাই জাতীয় সনদের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নোট অব ডিসেন্ট উল্লেখ করে বিএনপি জুলাই সনদে সই করবে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এক দিন বাকি আছে। ওই দিনই দেখা যাবে সই করব কি না। তবে আমরা অনুষ্ঠানে যাব।
তবে আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি শুধু আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে। এ কারণে শুক্রবারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি।
তিনটি বিষয় পরিষ্কার হওয়ার পর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হতে পারে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, প্রথমত, এই সরকারের বৈধতার মূল উৎস জুলাই গণ-অভ্যুত্থান। ফলে জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে জুলাই গণ-অভ্যুত্থান। সেই জায়গা থেকে সেটি রাষ্ট্রপতি নয়, বরং সরকারপ্রধান হিসেবে মুহাম্মদ ইউনূস জারি করবেন। দ্বিতীয়ত, জুলাই সনদে ৮৪টি বিষয় রয়েছে। এই ৮৪টি বিষয় একত্রে গণভোটে যাবে। গণভোটে ‘নোট অব ডিসেন্ট’–এর আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। তৃতীয়ত, গণভোটের দ্বারা জনগণ সনদ অনুমোদন করলে, অর্থাৎ পক্ষে ভোট দিলে পরবর্তী সংসদ সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে। এই তিনটি দাবির বিষয়ে পরিষ্কার হওয়ার পর জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান হতে পারে।
জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংশোধিত খসড়া না পেলে সনদে সই করবে না বাম ধারার চারটি দল। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়েছে দলগুলো। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে তাতে সংশোধনের দাবি জানিয়েছে দলগুলো।
এমন প্রেক্ষাপটে জুলাই সনদ স্বাক্ষরিত হতে গেলেও এখনো কিছুটা হলেও ভিন্নমত বা অনিশ্চয়তা রয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।







