কুলাউড়ায় এইচএসসিতে পাশ করেনি অর্ধেকও!
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৫, ৬:১০:৫৪ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলায় এবার এইচএসসিতে পাশের হার ৪৯. ৩৩%, আলিম পরীক্ষায় ৭৩.০৫% এবং বিএম পরীক্ষায় ৪৯.৬৩%। এছাড়া জিপিএ ৫ পাওয়া ছাত্র ও প্রতিষ্ঠানের সংখ্যা অতি নগণ্য। জিপিএ ৫ পেয়েছে ৬ প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী। এর মধ্যে ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রী কলেজের ৬ জন, কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজে ৫ জন, লংলা আধুনিক ডিগ্রী কলেজে ৪ জন, এম এ গনি আদর্শ কলেজের ৩ জন, ভাটেরা কলেজে ১জন এবং আলী আমজদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ১ জন। তবে উপজেলার মধ্যে নবপ্রতিষ্ঠিত পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের শিক্ষার্থীরা সর্বোচ্চ ৮৫.৭১% পেয়ে সুনাম অর্জন করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলার ১৫টি কলেজ থেকে মোট ২ হাজার ২৩২ জন পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ১ হাজার ১০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
কলেজভিত্তিক ফলাফলে দেখা যায়, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজে ৩৪৫ জনের মধ্যে ১৮০ জন পাশ ও ৬ জন জিপিএ- ৫ অর্জন করেছে। কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজে ৫৫৭ জনের মধ্যে ২০২ জন পাশ ও ৫ জন জিপিএ- ৫ পেয়েছে। লংলা আধুনিক ডিগ্রি কলেজে ৫১৮ জনের মধ্যে ৩১০ জন পাশ ও ৪ জন জিপিএ-৫ পেয়েছে। এম এ গণি আদর্শ কলেজে ১৩৫ জনের মধ্যে ৩৫ জন পাশ ও ৩ জন জিপিএ-৫। ভাটেরা কলেজে ১১৫ জনের মধ্যে ৮৭ জন পাশ ও ১ জন জিপিএ-৫। বরমচাল উচ্চবিদ্যালয় ও কলেজে ৫৯ জনের মধ্যে ২১ জন পাশ করেছে। ভূকশিমইল উচ্চবিদ্যালয় ও কলেজে ১৩৫ জনের মধ্যে ৫২ জন পাশ করেছে। ছকাপন উচ্চবিদ্যালয় ও কলেজে ৫৪ জনের মধ্যে ২৩ জন পাশ করেছে। নয়াবাজার কে.সি উচ্চবিদ্যালয় ও কলেজে ১১৪ জনের মধ্যে ৪৬ জন পাশ করেছে। আলী আমজদ উচ্চবিদ্যালয় ও কলেজে ৫৫ জনের মধ্যে ২৬ জন পাশ ও ১ জন জিপিএ-৫। রাউৎগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজে ২ জন পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজে ৬৩ জনের মধ্যে ৩৪ জন পাশ। গজভাগ আহমদ আলী উচ্চবিদ্যালয় ও কলেজে ২১ জনের মধ্যে ৬ জন পাশ। মনু মডেল কলেজে ৩১ জনের মধ্যে ১৫ জন পাশ এবং পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে ২৮ জনের মধ্যে ২৪ জন পাশ করেছে।
মাদ্রাসাভিত্তিক ফলাফলে দেখা গেছে, মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসায় ৩৯ জনের মধ্যে ৩৩ জন পাশ, শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসায় ৩৮ জনের মধ্যে ২৯ জন পাশ, ভূকশিমইল আলিম মাদ্রাসায় ২৭ জনের মধ্যে ২১ জন পাশ, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসায় ৩৫ জনের মধ্যে ২২ জন পাশ, রবিরবাজার দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসায় ৩১ জনের মধ্যে ১৬ জন পাশ, ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসায় ২৪ জনের মধ্যে ২২ জন পাশ এবং বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসায় ৩৫ জনের মধ্যে ২২ জন পাশ করেছে।
অন্যদিকে, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের ভোকেশনাল ইনস্টিটিউটে ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন পাশ করেছে এবং ১ জন জিপিএ-৫ পেয়েছে।





