শ্রীমঙ্গলে ইলেকট্রিক স্কুটার বিক্রয় সেবা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৫, ৬:১২:১২ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: ইলেকট্রিক স্কুটারের বিক্রয় ও সেবা কার্যক্রম শুরু হয়েছে শ্রীমঙ্গলে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। উদ্বোধনী বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন, শ্রীমঙ্গলকে আলাদাভাবে পরিচিত করতে আমরা গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের পথযাত্রা শুরু করেছিলাম। এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতায় আজ প্রতিষ্ঠানটি ঋণমুক্ত হয়েছে।
খাজা টিপু সুলতান আরও বলেন, শ্রীমঙ্গল একটি আন্তর্জাতিক পর্যটন এলাকা। দেশ-বিদেশের পর্যটক ও স্থানীয় জনগণের সুবিধার কথা চিন্তা করেই আমরা এই ইলেকট্রিক স্কুটার সেবার যাত্রা শুরু করেছি। তিনি জানান, নারী ও পুরুষ উভয়ের জন্য নানা রঙ ও মডেলের স্কুটার পাওয়া যাবে, সঙ্গে থাকবে বিক্রয়োত্তর সেবা ও প্রয়োজনীয় সব সুবিধা।







