নগরে বিপুল বিদেশি মদসহ পিকআপ জব্দ
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৫, ৭:৩৯:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নগরীর এয়ারপোর্ট থানাধিন সিলেট ক্লাবের সামনে চেকপোষ্ট বসিয়ে ৫৮৭ বোতল ভারতীয় বিদেশি মদসহ পিকআপ জব্দ করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এসএমপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এয়ারপোর্ট থানার সিলেট ক্লাবের সামনে পুলিশ চেকপোস্ট বসায়। তখন একটি প্রাইভেটকার ও একটি ডিআই পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপের চালক ও সহকারী গাড়িটি ফেলে পালিয়ে যায়। প্রাইভেটকারে থাকা কয়েকজনও দ্রæত ঘটনাস্থল ত্যাগ করেন।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে পিকআপ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৮৭ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে- এসি বø্যাকের ১১ টি বড় বোতল ও ১৪১ টি ছোট বোতল, বøু মদের ১৬টি বড়, ১৩৯টি মাঝারি ও ২৪টি ছোট, আইস-এর ১৪০টি মাঝারি ও ৪৭টি ছোট এবং ৬৯টি মাঝারি ম্যাকডোয়েল মদের বোতল।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাদক চোরাচালানের সাথে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।







