কোম্পানীগঞ্জে র্যাবের হাতে মাদকসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৫, ৭:৪২:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জের রনিখাই ইউনিয়নের বরমসিদ্ধিপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ কার্টনে ৮৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- কোম্পানীগঞ্জ থানার বিজয়পাড়–য়া গ্রামের আহম্মদ আলীর ছেলে সুজন মিয়া (২১) ও আছদ্দর আলীর ছেলে ছালাউদ্দিন (২৮)।এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ আটককৃতদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করাা হয়েছে।
এদিকে কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রতন শেখ জানিয়েছেন, আটক সুজন ও ছালাউদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।







