এমসিতে পড়লেও ক্যামব্রিজে কি হচ্ছে তা জানতে হবে : এড. শিশির মনির
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৫, ৯:২৩:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট শিশির মনির বলেছেন, এমসিতে পড়লেও ক্যামব্রিজে কি হচ্ছে তা তোমাকে জানতে হবে। বিশ্বের কোথায় কি হচ্ছে, তা তোমাকে জানতে হবে। তুমি যদি না জানো, তাহলে তুমি পিছিয়ে যাবে। যদি জানতে না পারো, তাহলে তুমি বক্তৃতা দিতে পারবে তবে নেতা হতে পারবে না। দশজন জানা মানুষদের মধ্যে মানুষ যাকে ফলো করে, সেই লিডার। যাকে ফলো করে না, সে লিডার নয়। দুনিয়াকে যারা পরিবর্তন করেছে, তাদের অর্জন আছে। বিশ্বের শক্তিশালী নেতা বলা হয় হযরত মুহাম্মদ (সাঃ) কে। কেননা, তিনি জেনেছেন, অন্যকে পথ দেখিয়েছেন, শুধু পথ দেখিয়ে বসে থাকেন নাই, তিনি নিজেও সে পথে হেঁটেছেন। এজন্য লিডারশীপ হতে হবে সাস্টেনঅ্যাবেল (টেকসই)।
তিনি বৃহস্পতিবার সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য অনুপ্রেরণামূলক বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, তুমি, আমি, আমরা সকলে মিলে যদি একসাথে দাঁড়াতে পারি, আর ক্রিয়েটিভ, ইফেক্টিভ, ইনোভেটিভ লিডারশীপ আমরা দিতে পারি, আমার ধারণা বাংলাদেশ বিশ্বের বুকে একটা নতুন টাইগার হিসেবে অচিরেই আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। আমার আশা আপনারা নিজেদের এভাবে যোগ্য করে গড়ে তুলবেন।
শিশির মনির বলেন, যারা ছাত্র, তারাই ছাত্রদের নেতৃত্ব দেওয়া প্রয়োজন। যাদের নিজেদের ছাত্রত্ব নাই, ছাত্রদের কি সুবিধা, কি অসুবিধা, কার কোন ক্লাস হচ্ছে, কার কবে পরীক্ষা আছে এটা একজন অছাত্রের পক্ষে ছাত্রের এই সুবিধা-অসুবিধা বোঝা সম্ভব নয়। সুতরাং, ছাত্রকে নেতৃত্ব দিবে, ছাত্রই।
এমসি কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এমসি কলেজ শাখা কর্তৃক আয়োজিত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে তিনি প্রধান বক্তার বক্তব্য রাখছিলেন।
এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাঈল খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফিজ ইউসুফ ইসলাহী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা জামায়াতের আমীর ও সিলেট-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, এমসি কলেজ শিবিরের সাবেক সভাপতি আব্দুল করিম জলিল, সিলেট-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা লোকমান আহমদ, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী শাহজাহান আলী, সুনামগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন খান, সিলেট মহানগর শিবির সভাপতি শাহীন আহমদ, অফিস সম্পাদক মাসুদ আলম, অর্থ সম্পাদক এটিএম ফাহিম, শিক্ষা সম্পাদক সাইফুর রহমান, প্রকাশনা সম্পাদক আনহার আলী, প্রচার সম্পাদক এনামুল ইসলাম, সাবেক মহানগর শিবির সভাপতি নজরুল ইসলাম ও শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতি রেজাউল করিম প্রমুখ।
এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- এমসি কলেজর শিবিরের ছাত্রাবাস সভাপতি রুহুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের সভাপতি ইমরান আহমদ, কলা অনুষদের সভাপতি মহসিন আল আবিদ, ইন্টারমিডিয়েট সেকশনের সভাপতি রুম্মান আহমদ তালুকদার, বিজ্ঞান অনুষদের সভাপতি আবু ছুফিয়ান, আবাসিক শাখার সভাপতি ইকবাল আহমদ সহ কলেজ শাখার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘দিগন্ত সাংস্কৃতিক সংগঠন’।







