প্রবাসে অপপ্রচারের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৫, ৮:০০:৫২ অপরাহ্ন

বাংলাদেশের বিরুদ্ধে অনলাইনে অপপ্রচারের প্রতিবাদে, নিঝুম মজুমদার- সুশান্তসহ অপপ্রচারে জড়িতদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর ছাত্রদলের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদল নেতা নাসিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত, বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার ও রাজনৈতিক দলের নেতাদের নিয়ে কুরুচীপূর্ণ বক্তব্য, সোশাল মিডিয়ায় মিথ্যা ও গুজব রটনাকারী আওয়ামীলিগ এর এই সকল চিহ্নিত নেতাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে হবে। একই সাথে তাদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি দেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যদের গোয়েন্দা নজরদারিতে রাখতে হবে।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামীলীগের অনলাইন এক্টিভিস্ট নিঝুম মজুমদার, সাবেক ছাত্রলীগ নেতা সুশান্ত পাল, শরীফ আলম, রাফি বিন কামাল, মোঃ সাইফ আহমেদ চৌধুরী, রবিউল হাসনাত শাওন, মারজান আহমদ, সৈয়দ করিম রায়হান, মোসলেহুর রহমান বাবলা ও মারুফ উদ্দিন গংরা- সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান অন্তর্বর্তিকালীন সরকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে কুরুচীপূর্ণ মন্তব্য করছে। সম্প্রতি তারা অর্ন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের নেতৃত্বে আমেরিকা সফরকালে হামলাসহ, দেশে বিদেশে হুমকি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদল নেতা নাসিম আহমেদ, লায়েছ আহমেদ, সোহাগ রহমান, রাহমান ইমতিয়াজ, সিলেট পলিটেকনিক ছাত্রদল নেতা সাইফ রিমন, তালহা জুবায়ের, খালেদ মহসিন, শাহপরান সরকারি কলেজ ছাত্রদল নেতা রিংকু দাশ, সালমান রাউফ শাকি, জাবেদ আহমেদ ও আহমেদ ফাহিম প্রমুখ। বিজ্ঞপ্তি





