কুলাউড়ায় ‘আলোর পাঠশালা’র ৭ম বর্ষে পদার্পণ
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৫, ৭:১৭:৫১ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্মেই আলোর ছোঁয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদানের ৭ম বর্ষে পদার্পণ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোর পাঠশালার মুখপাত্র মো. সোহেল আহমদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো: রোমান আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য মো. রুবেল আহমেদ, আবু বক্কর সিদ্দিক, মো. আব্দুস সামাদ, সাকিবুর রহমান সাকিব, সাইফুল আলম শিপলু প্রমুখ।
উল্লেখ্য, কুলাউড়া জংশন স্টেশনের ২নং প্লাটফর্মে ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর যাত্রা শুরু করে ‘আলোর পাঠশালা’ নামের ব্যতিক্রমধর্মী এ বিদ্যালয়টি। মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থীর স্বেচ্ছাশ্রমে প্রতিষ্ঠিত এ উদ্যোগ শুরু থেকেই কুলাউড়ার অসহায় পথশিশু ও শিশুশ্রমে নিয়োজিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছে। ‘এসো খেলার ছলে পড়ি, নিজেকে গড়ি’-এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে প্রতি শুক্রবার বিকেলে তারা কুলাউড়া রেলওয়ে জংশনের ২নং প্লাটফর্মে পাঠদান পরিচালনা করে থাকে। শিক্ষার পাশাপাশি শিশুদের আগ্রহ ধরে রাখতে নিয়মিত আয়োজন করা হয় পুরস্কার বিতরণ, খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। এতে করে শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ছে দিন দিন। শিক্ষার্থীদের মানবিক উদ্যোগ ও নিরলস পরিশ্রমের ফলেই ‘আলোর পাঠশালা’ সফলভাবে ছয় বছর অতিক্রম করে এবার পদার্পণ করেছে ৭ম বর্ষে।





