তারেক রহমান বাংলাদেশের নতুন রাজনৈতিক যুগের প্রতীক : কাইয়ুম চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৫, ৮:০৭:১২ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, রাজনীতি ক্ষমতা দখলের নয়, বরং জনগণের সেবা ও কল্যাণের মাধ্যম। তৃণমূলের মতামতনির্ভর নেতৃত্ব নির্বাচন, জবাবদিহিমূলক রাজনীতি ও নৈতিক মূল্যবোধই বিএনপির রাজনৈতিক দর্শনের ভিত্তি। দুর্নীতি দমন, প্রশাসনিক সংস্কার, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মানবিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি কাজ করছে।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের আবির্ভাব কেবল একজন নেতার উত্থান নয়; তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক উত্তরাধিকার ও বেগম খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্বের ধারাবাহিকতা। তাঁর নেতৃত্বে বিএনপি এখন প্রযুক্তিনির্ভর, তরুণমুখী ও নীতিনিষ্ঠ সংগঠনে পরিণত হয়েছে। তারেক রহমান আজ কেবল বিএনপির নেতা নন, তিনি বাংলাদেশের নতুন রাজনৈতিক যুগের প্রতীক-যেখানে নেতৃত্বের ভিত্তি জনআস্থা, নৈতিকতা, প্রজ্ঞা ও দায়িত্ববোধ।
শনিবার বিকেল ৪টায় বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাশন পীরের বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মো. মনির হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক হারুন মেম্বার ও উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস. এম. আনোয়ারুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি লুৎফুর রহমান চেয়ারম্যান, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয় ও আশরাফুল আলম বাহারসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি







