ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৫, ৮:১৩:৪৯ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সুরমা থানা শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন শুক্রবার বেলা ১১টায় দক্ষিণ সুরমা থানার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল রিয়াজ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের মাধ্যমে গণভোট প্রদান করতে করে আগামী ফেব্রæয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সুরমা থানা সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারী আলামিন হামজার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিনসহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি





