নবীগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৫, ৮:০৯:৩০ অপরাহ্ন

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেছেন, আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের মূল্যায়নের দেশ। শিক্ষার্থীরা জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে।
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর উপশহরস্থ রোজভিউ হোটেলের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. খালেদ মোহসিন, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এসএম হাবিবউল্লাহ সেলিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, বাগেরহাট জেলার রেজিস্টার মোঃ আব্দুল করিম দলা মিয়া।
বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নুরুল হুদা নাঈম, ডাঃ জাকির হোসেন চৌধুরী, ডাঃ সৈয়দ জাফরুল হোসেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেপ্,ু এডভোকেট মিনহাজ গাজী, চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ সভাপতি এমদাদ হোসেন, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক গাজী জিনাত আফজা।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা শফিউল আলম এবং বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন সমিতির কোষাধ্যক্ষ আবু ইউসুফ। অনুষ্ঠানে ১’শ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৪ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি







