কুয়ালালামপুরে আন্তর্জাতিক চুরি সিন্ডিকেটের ৪ সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৫, ৮:২০:৩৩ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার পুলিশ দেশটিতে সক্রিয় এক আন্তর্জাতিক বাড়ি-চুরির সিন্ডিকেটকে ধ্বংস করেছে, যার নেতৃত্বে ছিল আমেরিকা লাতিনের চার নাগরিক। গত ২১ সেপ্টেম্বর কুয়ালালামপুরের জালান ক্লাং লামা এলাকার একটি কনডোমিনিয়ামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুকিত আমান পুলিশ সদর দপ্তরের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক এম. কুমার জানান, আটক চারজনের মধ্যে তিনজন কলম্বিয়ান ও একজন মেক্সিকান নাগরিক। তাদের বয়স চল্লিশের কোঠায় এবং তারা পেরাক ও ক্লাং ভ্যালি অঞ্চলে অন্তত চারটি বাড়ি চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
শনিবার পুলিশ এক বিবৃতিতে জানায়, আটক দুই কলম্বিয়ান পূর্বেও-২০১২ ও ২০১৪ সালে-একই ধরনের অপরাধে গ্রেপ্তার হয়েছিল। তদন্তে দেখা গেছে, তাদের মধ্যে একজনের বিরুদ্ধে তিনটি ও অন্যজনের বিরুদ্ধে ছয়টি পূর্ব অপরাধের রেকর্ড রয়েছে।
তদন্তে জানা গেছে, তিন কলম্বিয়ান নাগরিক অবৈধ পথে মালয়েশিয়ায় প্রবেশ করেছে, আর মেক্সিকান নাগরিকটি ঢুকেছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। চক্রটি গত এক মাস ধরে সক্রিয় ছিল এবং তারা সাধারণত খালি বাড়ি বা দিনের বেলা কর্মস্থলে থাকা পরিবারের বাসা লক্ষ্য করে অপরাধ করত। তারা একটি হোন্ডা সিআরভি গাড়ি ব্যবহার করে বাড়ি চিহ্নিত করত, যা পুলিশের ধারণায় ক্লোন করা যানবাহন। চারটি ঘটনার মধ্যে একটি পেরাকে এবং তিনটি পেতালিং জয়া ও ব্রিকফিল্ডস এলাকায় সংঘটিত হয়েছে। পুলিশের তৎপরতায় দুটি মামলা ২৪ ঘণ্টার মধ্যেই সমাধান করা সম্ভব হয়েছে।
অভিযানে উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণালঙ্কার, বিলাসবহুল ঘড়ি, দুটি গাড়ি ও চুরির সরঞ্জামাদি-যা চক্রটির অপরাধমূলক কার্যক্রমের ফল বলে ধারণা করা হচ্ছে।







