বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মালয়েশিয়া হাইকমিশনারের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৫, ৮:২১:৫১ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ আয়োজনে প্রবাসী বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। তিনি প্রবাসী শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং প্রবাসীদের মধ্যে ভোটার নিবন্ধন সচেতনতা ও জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউএম-এর প্রধান পরিচালক প্রফেসর ড. আমীর আকরামিন শাফি ও বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।
এ সময় হাইকমিশনার আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহŸান জানান এবং উপস্থিত শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে আইআইইউএম-এর বাংলাদেশি শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থীসহ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।







