গবেষণা শুধু জ্ঞানকে সমৃদ্ধ করে না, মানবতার কল্যাণেও ভূমিকা রাখে : শাবি ভিসি
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৫, ৮:৪০:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, জীবনবিজ্ঞান মানবজীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি ক্ষেত্র। এই বিষয়ে গবেষণা ও আলোচনা শুধু আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে না, বরং সমাজ ও মানবতার কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি গতকাল শনিবার দুপুরে বিশ^বিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে লাইফ সায়েন্স অনুষদের আয়োজনে দুই দিনব্যাপী ‘রিসার্চ, ইনোভেশন ও ফিউচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী আরও বলেন, আন্তর্জাতিক এই সম্মেলন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের নতুন প্রেরণা ও দিকনির্দেশনা দেবে। দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণ এই অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছে।
সমাপনী অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইফ সায়েন্সেস অনুষদের ডিন ও অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. মোঃ আবদুল্লাহ আল মামুন।
দুই দিনব্যাপী এ সম্মেলনে গবেষণা পত্রের উপর একটি প্লেনারি সেশন, ৩৫০টি পোস্টার প্রেজেন্টেশন ও ৩টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হয়।





