প্রাণিসম্পদের উৎপাদন বাড়াতে ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধি করতে হবে : সিকৃবি ভিসি
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৫, ৮:৪২:১৬ অপরাহ্ন
প্রাণিসম্পদের উৎপাদন বাড়াতে দেশে ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছে যে সকল জীবাণু রোগ সৃষ্টি করে, সেগুলো থেকে স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদন করলে তাদের কার্যকারিতা শতভাগ বেশি হবে। তিনি গত শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের উদ্যোগে জীব বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে কি-নোট স্পিকারের বক্তব্যে এ কথা বলেন।
প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, প্রতিবছর বাংলাদেশে ভ্যাকসিন খাতে প্রায় ৭.৫ হাজার কোটি টাকার ব্যবসার সুযোগ থাকলেও স্থানীয় পর্যায়ে স্বল্প পরিমাণ উৎপাদন ও আমদানির মাধ্যমে ৩.৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়ে থাকে । অথচ সরকারি ও বেসরকারি উদ্যোগে স্থানীয় পর্যাযয়ে ভ্যাকসিন উৎপাদন করতে পারলে গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছের রোগ প্রতিরোধ করে উৎপাদন বহুলাংশে বৃদ্ধি করা সম্ভব। সম্মেলনে মাইক্রোবিয়াল এনভারনমেন্টাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম। বিজ্ঞপ্তি







