পরিসংখ্যান দিবস আজ, সিলেটে নানা কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ৬:২৭:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: আজ ২০ অক্টোবর, জাতীয় পরিসংখ্যান দিবস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পঞ্চমবারের মতো দেশব্যাপী দিবসটি পালন করছে। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘সবার জন্য মানসম্পন্ন পরিসংখ্যান এবং তথ্য’।
১৯৭৪ সালের ২৬ আগস্ট বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন চারটি পরিসংখ্যান সংস্থাকে এক করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিষ্ঠা করা হয়। এরপর অনেক বন্ধুর পথ পেরিয়ে আজ শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছে দেশের পরিসংখ্যান ব্যবস্থা। ২০২০ সালে ২৭ ফেব্রæয়ারিকে পরিসংখ্যান দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে প্রতি বছরই দিবসটি পালিত হচ্ছে।
আজ সোমবার সিলেটেও উদযাপিত হবে পরিসংখ্যান দিবস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সিলেট বিভাগীয় কার্যালয় এবং জেলা পরিসংখ্যান কার্যালয় এর যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালী এবং সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/রাজস্ব) দেবজিৎ সিংহ। সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়।
বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়, সিলেটের যুগ্মপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আজাদুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।





