কৃষি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ৬:৪৯:১৫ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কৃষি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন কৃষকরা। রোববার দুপুরে শহরের কোর্ট রোডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের মোকামবাড়ি এলাকায় আথানগীরি, মোকামবাড়ি ও নোয়াপাড়া এলাকার জনসাধারণ। এতে বক্তব্য রাখেন হাওর রক্ষা আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল করিম কিম, প্রফেসর সেলিমুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আহমদ বিলাল, হাওর রক্ষা আন্দোলনের আহবায়ক আ স ম ছালেহ সোহেল, সদস্য সচিব এম খছরু চৌধুরী। এসময় তারা ‘পূবের’ হাওরে সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণ বন্ধের দাবি জানান।







