খেলাফত মজলিসের কার্যনির্বাহী কমিটির বৈঠক
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ৬:৫১:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার ২০২৫-২৬ সেশনের প্রথম কার্যনির্বাহী পরিষদের বৈঠক শনিবার বাদ মাগরিব লালদিঘীরপারস্থ মজলিস কার্যালয়ে শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা ও জেলা সভাপতি মাওলানা ইকবাল হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেজাউল করিম জালালী বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই দলীয় নেতাকর্মীদেরকে ইসলামের সুমহান আদর্শ জাতির নিকট হেকমতের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তিনি নেতাকর্মীদের সংগঠনের দাওয়াতি কার্যক্রমকে আরো জোরদার আহবান জানান।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর শাখার সহ-সভাপতি প্রিন্সিপাল পীর মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানাউল্লাহ, মুফতি মাওলানা আব্দুল রহমান ইউসুফ, মাওলানা ডা: মোস্তফা আহমদ আজাদ, মাওলানা জিলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুস সালাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নূর, বায়তুলমাল সম্পাদক অধ্যক্ষ বদরুল আলম, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল মালিক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ক্বারী মাওলানা আবুল হুসাইন, আব্বাস জালালী, সদস্য শাব্বির আহমদ, সিকন্দর আলী, মাওলানা আহমদুল হক ফয়েজি, মাওলানা আব্দুল মুহাইমিন, মাওলানা জহুরুল হক, সৈয়দ মাওলানা আব্দুল কাইয়ুম ফটিক মিয়া, ডা: নবী হোসেন, হাফিজ মাওলানা তফজ্জুল হক ও মাওলানা আবুল কালাম প্রমুখ। বিজ্ঞপ্তি







