বিয়ানীবাজারে গ্যাস সিলিন্ডার প্রতারণায় জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ৮:১৫:১৭ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি: কমদামী সরকারি বিপিসি সিলিন্ডার থেকে এলপিজি গ্যাস দামী গ্যাসের সিলিন্ডারে ভরে মার্কেটে বিক্রি করে আসছিলো প্রতারক চক্র। এই চক্রটি সিলেট গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে দীর্ঘদিন থেকে গ্রাহকদের সাথে প্রতারণা করতো। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার শেওলার একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরলে বিষয়টি ধরা পড়ে স্থানীয়দের কাছে। দুইদিন পর শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় এই বাড়িতে, সরকারি সিলিন্ডারে জব্দের পাশাপাশি চক্রের এক সদস্যকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা। তবে এমন প্রতারণার মূল হোতারা আড়ালে থাকায় জনমনে রয়েছে ক্ষোভ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না। এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফউজ্জাম্না ও চারখাই ফাঁড়ির ইনচার্জ এসআই হোসাইন আহমদ।
নির্বাহি ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না বলেন, প্রতারণার সাথে জড়িত ব্যক্তি নিজের দোষ স্বীকার করে আর এমন অপরাধে জড়িত হবে না মর্মে মাফ চান, তাকে ভোক্তা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি সিলিন্ডারগুলো জব্দ করা হয়েছে।
জানা যায়, শেওলা দিঘলবাঘে অবস্থিত এই বাড়িতে বৃহস্পতিবার রাতে বোমার মতো বিস্ফোরিত হতে থাকে একের পর এক সিলিন্ডার। আতংকিত হয়ে এলাকাবাসী ছুটছিলেন দিকবিদিক। তাৎক্ষণিক এই বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে মানুষ এগিয়ে যান। খবর দেন ফায়ার সার্ভিসকে, আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপর স্থানীয়দের অভিযোগে বেরিয়ে আসে থলের বিড়াল। একটি চক্র কমদামী সরকারি বিপিসি সিলিন্ডার থেকে এলপিজি গ্যাস দামী গ্যাসের সিলিন্ডারে ভরে মার্কেটে বিক্রি করে আসছিলো। ক্ষুদ্ধ হয়ে উঠে স্থানীয়রা। পরে পুলিশ এসে স্থানীয়রদের শান্ত করে।
স্থানীয় পরিবেশকের দাবী একটি চক্র দীর্ঘদিন ধরে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছে। ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট এলপিজি সিলিন্ডার গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠানদের সংগঠন। তারা প্রশাসনের কাছে তদন্তসাপেক্ষে সুষ্ঠু বিচার এবং প্রতারক চক্রের ব্যাপারে কঠোর সিন্ধান্তের দাবী জানান। সিলেট জেলা এলপিজি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবের আহমদ চৌধুরী বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতারকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে, নতুবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে মানুষের প্রাণ যাবে।







