সিলেটে ভারতীয় শাড়ির বড় চালানসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ৯:০৮:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট শহরতলী থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই শাড়ির একটি বড় চালানসহ দুই চোরাকারবারিকে আটক করেছে শাহপরান থানা পুলিশ। রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরমা বাইপাস পয়েন্টে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানে লুকানো অবস্থায় এসব চোরাইপণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য ৭১ লাখ টাকার বেশী।
অভিযানে আটককৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার আনজব আলীর ছেলে আজির উদ্দিন (৫৫) এবং কুষ্টিয়ার দৌলতপুর থানার চর সাদিপুর গ্রামের মো. নাসিরের ছেলে মোহাম্মদ রয়েল ইসলাম (২৮)।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, সুরমা বাইপাস এলাকায় তল্লাশির সময় ঢাকা মেট্রো-ন ১৬-১৮০৯ নম্বরের একটি কাভার্ড ভ্যান থেকে ৫৬টি বস্তায় মোট ১ হাজার ৪৮২ পিস ভারতীয় কাতান শাড়ি এবং অন্যান্য ব্র্যান্ডের আরও ৫৮৯টি শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭১ লাখ ৬ হাজার টাকা। এসময়া কাভার্ড ভ্যানটিও জব্দ করে থানায় নেওয়া হয়েছে।







