দক্ষিণ সুরমায় র্যাবের অভিযানে গাঁজাসহ আটক ৪
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ৯:০৯:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট নগরী থেকে বিপুল গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। শনিবার (১৯ অক্টোবর) সকালে র্যাবের একটি বিশেষ অভিযানে নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানিয়েছে, শনিবার সকালে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় র্যাবের বিশেষ চেকপোস্ট চলাকালে হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে একটি টয়োটা ক্লুজার গাড়িতে করে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা নিয়ে সিলেট শহরের দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লালাবাজার পপুলার স-মিল অ্যান্ড ফার্নিচার-এর সামনে চেকপোস্টে গাড়িটিকে থামানোর সংকেত দেয় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।
পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনের সিটে রাখা চারটি প্লাস্টিকের বস্তা ও একটি কাপড়ের ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় খয়েরি রঙের মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমার বাইপাস রোড এলাকা থেকে গাঁজা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত আরও একজনকে আটক করে র্যাব।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ভান্ডারিয়া গ্রামের মৃত কাশেম আলীর পুত্র মো. আইয়ুব আলী (৬৭), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বাশতলী গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র মো. আবুল হাসেম (৪৩), কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার সিদলাই গ্রামের মৃত সেকান্দার আলীর পুত্র আতাউর রহমান (৫৭) ও সিলেট জেলার গোয়াইনঘাট থানার ইসলামাবাদ গ্রামের মৃত আলকাস মিয়ার পুত্র নজরুল ইসলাম (৫২)।
রোববার এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, জব্দকৃত গাঁজাসহ আটককৃতদের দক্ষিণ সুরমা থানায় হস্থান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।







