লাক্কাতুরায় ১০২ লিটার চোলাই মদসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ৯:১১:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর লাক্কাতুরা চা-বাগান এলাকা থেকে ১০২ লিটার চোলাই মদসহ এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২নং প্রবেশ গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম সমন্ত ভূমি (৩৫)। তিনি এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগান (মাজ লাইন) এলাকার মৃত রুমেধের ছেলে। এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতকে মাদক মামলায় আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।







