জিন্দাবাজার থেকে ৩ ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ৯:১২:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে নগরীর জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানাপুলিশ।
আটককৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং থানার রামচন্দ্রপুর গ্রামের জাফর উল্লাহের ছেলে আবির আহমেদ বিজয় ওরফে আরজু (২৪), সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার মাইজগাঁও ইউনিয়নের নূরপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে পাভেল আহমদ (২৪) ও সুনামগঞ্জের ছাতক থানার হায়দারপুর গ্রামের আনসার উদ্দিনের ছেলে মো. জাহেদ (২৩)।
পুলিশ জানায়, শনিবার ভোর সোয়া ৫টার দিকে ছিনতাইকারীরা বন্দরবজারের মধুবন মার্কেটের সামন থেকে জনৈক মো. হৃদয় আহমদ সাগরের (২০) মোবাইল সেট ও নগদ টাকা ছিনতাই করে। সাগর কোতোয়ালী থানাপুলিশের সাহায্য চাইলে একটি টিম জিন্দাবাজারের পানসি রেস্টুরেন্টের ভেতরে অভিযান চালিয়ে ঐ তিন ছিনতাইকারীকে সনাক্ত ও গ্রেপ্তার করে।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- আটককৃতরা পেশাদার ছিনতাইকারী। আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।







