হোটেলে বোর্ডারকে মারধোর, ৩ স্টাফ কারাগারে
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ৯:১৪:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে আবাসিক হোটেল বোর্ডারকে শারীরিক নির্যাতনের অভিযোগে ৩ হোটেল স্টাফকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের দিরাই থানার জগদল ইউনিয়নের নগদীপুর গ্রামের অমমৃত মিয়ার ছেলে মো. চুনু মিয়া (৩৬), জগন্নাথপুর থানার বড়কাপন এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল মুনিব (২৪), সিলেটের কানাইঘাট থানার লন্তিরমাটি গ্রামের কবির উদ্দিনের ছেলে তানভীর আলম (২৬)।
আটককৃতরা নগরীর বন্দরবাজারের সিটিহাট আবাসিক হোটেলের স্টাফ হিসাবে কর্মরত হলেও তাদের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সিটিহাট হোটেলের দ্বিতীয় তলার ১০৫নং রুমে অবস্থান নেন জনৈক রুহুল আমীন (২৭)। রুমের বাথরুমের ট্যাপ নষ্ট, দুর্গন্ধসহ বসোবাসের অনুপযোগী হওয়ায় তিনি রুম পরিবর্তনের জন্য অনুরোধ করেন। কিন্তু স্টাফ তিনজনই তার সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি তখন হোটেল ছেড়ে যেতে চাইলে তারা তাকে আটকে মারধোর করে এবং সঙ্গে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে হোটেল থেকে বের করে দেয়। এরপর ভিক্টিম কোতোয়ালী মডেল থানায় গিয়ে অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষনিক ওই হোটেলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।







