চলতি সপ্তাহ শেষে গরম কমতে পারে
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ৮:১৭:৪৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: গত কয়েকদিন ধরে গরমের তীব্রতায় অতিষ্ঠ সিলেটের মানুষ। গরমের মধ্যে দুর্ভোগের মাত্রা অনেক বাড়িয়েছে বিপর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা। উৎপাদন কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ না হওয়ায় দীর্ঘ সময় সিলেটে লোডশেডিং হচ্ছে। এই অবস্থায় চলতি সপ্তাহেই দেশের কয়েক বিভাগে হতে পারে বৃষ্টি। এ অবস্থায় কমতে পারে গরমের তীব্রতা। শুক্রবার নাগাদ বৃষ্টি হতে পারে সিলেটে। সোমবার আবহাওয়াবিদ হাফিজুর রহমান সাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘনীভ‚ত হতে পারে।
পূর্বাভাসে দেখা গেছে এ ক’দিন দেশের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা হলেও সিলেটে কোনো সম্ভাবনা নেই। তবে শুক্রবারের পূর্বাভাসে দেখা গেছে সিলেটসহ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।







