সিলেটে আস্থা’র বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ৮:৪৬:৩০ অপরাহ্ন

সুইসকন্টাক্টের অ্যাচিভিং সাসটেইনেবিলিটি টুওয়ার্ডস হেলথকেয়ার অ্যাক্সেস (আস্থা) প্রকল্প এর উদ্যোগে সিলেট বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়।
রোববার সকালে নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত সেমিনারে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কমিউনিটি প্যারামেডিক (সিপি) সেবার সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্ট (সিসিএইচএসটি)-এর চেয়ারপারসন ডাঃ আবু মুহাম্মদ জাকির হোসেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিজিএইচএস’র বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ আনিসুর রহমান, ডিজিএফপি’র বিভাগীয় পরিচালক আবু সালেহ মোঃ ফোরকান উদ্দিন, ডিজিএইচএস’র পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডাঃ আবু হোসেন মোঃ মইনুল আহসান। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি), কমিউনিটি প্যারামেডিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান (সিপিটিআই), স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, উন্নয়ন সংস্থা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জাকির হোসেন কমিউনিটি প্যারামেডিকদের জাতীয় স্বাস্থ্য কাঠামোতে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতিটি নারী নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসব সেবা পাওয়ার অধিকারী। তবুও অনেক দুর্গম এলাকায় গর্ভবতী নারীরা সময়মতো এবং মানসম্পন্ন সেবা পেতে প্রচন্ড চ্যালেঞ্জের সম্মুখীন হন। আমরা কমিউনিটি প্যারামেডিকদের সম্পৃক্ত করে এবং তাদের কাজ পর্যবেক্ষণ ও তাদের সুযোগ স¤প্রসারণের মাধ্যমে এই সমস্যা সমাধান করতে পারি। তিনি বলেন, কমিউনিটি প্যারামেডিকরা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এবং গ্রামীণ বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নত করতে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিজিএইচএস’র বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ আনিসুর রহমান। সেমিনারে ২০১১ সাল থেকে আস্থার অবদান তুলে ধরা হয়। সেমিনারে আস্থা সম্পর্কে জানানো হয়, অ্যাচিভিং সাসটেইনেবিলিটি টুওয়ার্ডস হেলথকেয়ার অ্যাক্সেস (আস্থা) বাংলাদেশে সুইসকন্টাক্টের একটি প্রকল্প, যা গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা অ্যাক্সেস উন্নত করতে এবং যুবকদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কমিউনিটি প্যারামেডিকদের প্রশিক্ষণ ও সমর্থন করে। ২০১১ সাল থেকে আস্থা সিপি প্রশিক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করেছে, সেবা প্রদান উন্নত করেছে এবং দেশব্যাপী এই পেশার স্বীকৃতি তৈরি করেছে। বিজ্ঞপ্তি







