ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ৮:৫৯:০০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে সিরাজী (৪৫) নামে ১ জনকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ডাকঘর গ্রামের আছদ্দর আলীর ছেলে। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি বারকি নৌকাও আটক করা হয়।
সোমবার বেলা ১টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ এ অভিযান চালায়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত সিরাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নৌকাগুলো ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ জানায়, ধলাই সেতুর আশপাশ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। পুলিশ আসার খবর পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এদিন দুপুরে সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে পুলিশ অভিযান চালায়। পুলিশ আসার খবর পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সিরাজীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এসময় ৪টি বারকি নৌকাও আটক করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের দায়ে একজনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া আটক নৌকাগুলো ধ্বংসের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।







