কুলাউড়ায় গোগালি ছড়ার ব্রিজে মেরামত কাজ শুরু
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৬:৩৩:১১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঘাগটিয়া সড়কের গোগালি ছড়ার ওপর অবস্থিত দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত ব্রিজে অবশেষে মেরামত কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী প্রীতম দাস, সহকারী প্রকৌশলী শরীফুল ইসলাম, জয়চÐী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীলন বৈদ্য, ইউপি সদস্য আব্দুল আওয়াল প্রমুখ।
ব্রিজটির উপরের ঢালাই নির্মাণকাজ বাস্তবায়ন করছে সুমি কনস্ট্রাকশন। ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্ণধার মো. কামরুল ইসলাম জানান, জরুরি ভিত্তিতে ব্রিজটির উপরের পুরো অংশে ঢালাই কাজ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮১ সালে মৌলভীবাজার মহকুমার এসডিও আব্দুল লতিফের উদ্যোগে নির্মিত এই ব্রিজটি ঘাগটিয়া থেকে কুলাউড়া যাতায়াতের একমাত্র সংযোগ পথ। ব্রিজের ওপরের একটি অংশ গোলাকারভাবে ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ৭ থেকে ৮টি গ্রামের মানুষের পাশাপাশি রিকশা, মোটরসাইকেল ও ছোট যানবাহন চলাচল করছিলো।
এ অবস্থার অবসান ঘটাতে ঘাগটিয়া গ্রামের বাসিন্দা ও কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী বিষয়টি উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন দপ্তরে অবহিত করেন। পরে ইউএনওর উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তর দ্রæত সংস্কার কাজ শুরু করে। সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।







