কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আম্রকানন রোপণ
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৬:২৯:১৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮০টি আমের চারা রোপণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সে এই আম বাগান তৈরি করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে রাস্তার পাশে আরো ৪০টি কাঁঠালের চারা রোপণ করা হয়েছে মেডিকেলের পক্ষ থেকে।
সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান নয়ন চারা রোপণের মধ্যে দিয়ে এই আম বাগানের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন মো. রাজিব মিয়া, ইমার্জেন্সির ইনচার্জ (সেকমু) লুৎফুর রহমান, কৃষি অফিসের ফিল্ড সুপারভাইজার আক্তার হোসেন প্রমুখ।







