জৈন্তায় বুরো বাংলাদেশের ডিজিটাল প্রেজেন্টেশন
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৬:৩৫:৪৭ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বুরো বাংলাদেশের উদ্যোগে কৃষি ঋণ, ক্ষুদ্র ঋণ, এসএমই ঋণ, শিক্ষা বৃত্তি, রেমিট্যান্স, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপদ পানি ও পয়:নিষ্কাশন এবং সঞ্চয়সহ বেশ কয়েকটি বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে ডিজিটাল প্রেজেন্টেশনের আয়োজন করে।
মঙ্গলবার সকাল ১১টায় জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বুরো বাংলাদেশের ঋণ কার্যক্রমসহ সামাজিক ক্ষেত্রে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন বুরো বাংলাদেশ সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশ জৈন্তাপুর এলাকা ব্যবস্থাপক নকুল সরকার, শাখা ব্যবস্থাপক সুলভ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার।







