বড়লেখায় বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৭:০৩:১১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সহকারি বিভাগীয় বন সংরক্ষক রেজাউল মৃধা, উপজেলা সমাজসেবা অফিসার প্রাণেশ চন্দ্র বর্মা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিছবাহ উদ্দিন আফজল, উপজেলা সাব-রেজিষ্ট্রার শরীফুল ইসলাম, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, সমবায় অফিসার রোহেল মিয়া, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।





